logo

এসআইইউ’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

Published    5 years ago

Image

আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালে আজকের এই দিনে মুক্তির প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে বাঙালী জাতি মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে পরাধীনতার অন্ধকার থেকে স্বাধীনতার আলোতে আত্মপ্রকাশ করে আমাদের প্রিয় মাতৃভুমি । দিবসটি উপলক্ষে অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার দিনের শুরুতেই সকাল ৮:০০ ঘটিকায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করারপরই সকাল ৮:৩০ ঘটিকায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে স্বাধীনতা দিবসে আলোচনা অনুষ্ঠান হয়। বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ডিন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান এর সভাপতিত্বে এবং উপ-গ্রন্থগারিক মো: মোস্তাফা কামাল এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রধান করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো: তারেক উদ্দিন তাজ, অর্থ পরিচালক সুশান্ত আচার্য, পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ হাসান মাহমুদ, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো: হুমায়ুন কবির, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান এক্রামুল ফারুক, প্রক্টর ও ব্যবসায় প্রসাশন বিভাগের বিভাগীয় প্রধান আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মো: জাকারিয়া হাবিব, ছাত্রদের মধ্যে থেকে বক্তব্য দেন শুভ্র জ্যোতি সরকার, মো: রেজাউল করিম, যোবায়ের আহমেদ। স্বাধীনতা দিবসের কবিতা আবৃত্তি করেন সেকশন অফিসার বিপ্রেশ রায়, সিএসই বিভাগের ছাত্র ইহসানুল হক হ্নদয়।
অনুষ্ঠান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী।