logo

এসআইইউতে “জাতীয় গণ হত্যা দিবস ও ব্ল্যাক-আউট” পালন

Published    5 years ago

Image

আজ সোমবার ইতিহাস কাঁপানো বুক হিম করা ভয়াল ২৫শে মার্চ। ১৯৭১ সালের এই দিনে বাঙালী জাতির জীবনে এক বিভীষিকাময় রাত নেমে আসে। বাঙালী জাতির উপর মধ্যরাতে রক্ত পিসাসু হিংস্র পাকিস্তানী হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন  সার্র্চলাইট নামে ইতিহাসের সবচেয়ে নিমর্ম, ঘৃণ্য, বর্বরোচিত, পৈসাচিক হামলা চালায়। তাদের হাত থেকে রেহাই পায়নি শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবী, শিশু, দিনমজুর সহ সকল পেশার মানুষ। আজ সেই নির্মম নৃশংস ও ভয়াবহ এক হত্যাযজ্ঞের মর্মস্তদ দিন। বাংলাদেশ সরকার ইতিমধ্যে ২৫শে মার্চ কে জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। 
দিনটি উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সন্ধ্যা ৭:০০ ঘটিকায় পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। তারপর ৭১ সালের ২৫শে মার্চের এই দিনে আত্মদানকারী শহীদদের স্মরণে অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-গ্রন্থগারিক এর সঞ্চালনায় মো: মোস্তফা কামাল এর সঞ্চালনায় মানবিক অনুষদের ডীন ও আয়োজন কমিটির আহ্বায়ক সৈয়দ মুয়ীজুর রহমান এর সভাপতিত্বে উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন অত্রবিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার।
আর বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো: তারেক উদ্দিন তাজ, অর্থ পরিচালক সুশান্ত আচার্য্য, প্রক্টর ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ হাসান মাহমুদ, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান এক্রামুল ফারুক, আইন বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবির, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান খালেদ হোসাইন।
উক্ত জাতীয় গণ হত্যা দিবসে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক/শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।