logo

Workshop on Mooting, Legal Research & Memorial Writing at SIU

Published    2 years ago

Image

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি (SIUMCS) কর্তৃক নতুন ও পুরোতন মুটার নিয়ে আজ এক মুটকোর্ট কর্মশালা-"Workshop on Mooting, Legal Research & Memorial Writing" আয়োজিত হয়েছে।

এতে স্পিকার হিসেবে বক্তব্য রাখেন SIUMCS এর বর্তমান প্রেসিডেন্ট ও সাবেক মুটার এস.আই.ইউ. আইন বিভাগের শিক্ষক (Adjunct Faculty) আব্দুল্লাহ আল তোফায়েল খান এবং বর্তমানদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র মুটার হিমু দাস রায় ও রাকিব উদ্দিন রাসেল সহ প্রমুখ।