logo

'শিক্ষার মানোন্নয়ন ও প্রাসঙ্গিক ভাবনা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Published    7 hours ago

Image

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন কলেজের অধ্যক্ষদের নিয়ে 'শিক্ষার মানোন্নয়ন ও প্রাসঙ্গিক ভাবনা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত...

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে সিলেটের বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দের অংশগ্রহণে আয়োজিত আলোচনাসভায় সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন, শিক্ষার মানোন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো গবেষণার মাধ্যমে বর্তমান শিক্ষা ব্যবস্থার সংকট এবং সম্ভাবনাগুলো চিহ্নিত করতে পারে। এক্ষেত্রে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এ আয়োজন প্রশংসার দাবী রাখে।

১৬ নভেম্বর রবিবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে 'শিক্ষার মানোন্নয়ন ও প্রাসঙ্গিক ভাবনা' শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সভায় সভাপতিত্ব করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো আশরাফুল আলম। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। মুখ্য আলোচক ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জম হোসেন। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেবের সঞ্চালনায় আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর তোতিউর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন খালেদ হোসেন, মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান, সরকারী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহমুদুল হাসান, সরকারী মদনমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার, সরকারী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ আব্দুস সাজিদ, কুলাউড়া সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আলাউদ্দিন খান, প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: আলী উসমান, হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: রফিজ আলী,বালাগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ছুরাব আলী, ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নজীর আহমেদ, মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস কলেজের অধ্যক্ষ মো: আব্দুল জলিল,হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুরিয়া কামিন মাদ্রাসার অধ্যক্ষ মো: কুতবুল আলম, লতিফা শফি চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো: আমিরুল আলম খান,এম সাইফুর রহমান কলেজের অধ্যক্ষ মো: মুর্শেদ আলম, শাহজালাল সিটি কলেজের অধ্যক্ষ মো: আবুল হাছান চৌধুরী, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: মাহবুবুর রহমান,ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: নুরুল আমিন, ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: জালাল আহমদ, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: আব্দুল মালিক, মইনউদ্দিন আর্দশ মহিলা কলেজের অধ্যক্ষ মো: আবিদুর রহমান, জনতা মহাবিদ্যালয়ের অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মো: মাসুদুর রউফ, ইসলামগঞ্জ কলেজের অধ্যক্ষ মো: নুরুল আলী, শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: আব্দুল হাশেম, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জুয়েল মিয়া, গ্রীনহিল স্টেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সীতেশ রঞ্জন বর্মা, আম্বরখানা গার্লস কলেজের অধ্যক্ষ মো: জমির উদ্দিন, ওমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার, ফতেহপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো: আব্দুর সকুর, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মহি উদ্দিন এবং দিগেন্দ্রবর্মন সরকারি কলেজের অধ্যক্ষ প্রমোত রঞ্জন চক্রবর্ত্তী।

দিনব্যাপী এ আয়োজনে সিলেট বিভাগের ৫০ টি কলেজের অধ্যক্ষবৃন্দ অংশ নেন।