logo

ইংল্যান্ডে আইএটিইএফএল সম্মেলনে যোগ দিচ্ছেন এস.আই.ইউ এর শিক্ষক

Published    5 years ago

Image

ইংরেজি ভাষা শিক্ষকদের পৃথিবীর অন্যতম বৃহত্তম সংগঠন ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব টিচার্স অব ইংলিশ এজ এ ফরেন ল্যাংগুয়েজ (আইএটিইএফএল) এর ৫৩তম আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, লেখক ও সংগঠক  প্রণবকান্তি দেব। আগামী ২এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত ইংল্যান্ডের লিভারপুলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের  প্রথমদিন ২ এপ্রিল প্রণবকান্তি তার গবেষনাপত্র উপস্থাপনা করবেন। বাংলাদেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের বিভিন্ন  প্রতিবন্ধকতা বিষয়ক নিজের গবেষনা উপস্থাপনার পাশাপাশি তিনি অন্যান্য কর্মশালা ও পৃথিবীর বিখ্যাত ভাষাতাত্বিকদের সেমিনারে অংশ নেবেন বলে জানিয়েছেন। এছাড়াও প্রণব শিক্ষকতার মান উন্নয়ন বিষয়ক বিভিন্ন সেশনেও অংশ নেবেন। জানা গেছে, ইংরেজি ভাষার এ সম্মেলনে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় ৫ হাজার শিক্ষক অংশ নিচ্ছেন। পাশাপাশি প্রায় ৩ শতাধিক বক্তাকেও এতে আমন্ত্রন জানানো হয়েছে। প্রণবকান্তি দেব এর গবেষণা প্রস্তাবনা গত জানুয়ারি মাসে আইএটিইএফএল কতৃপক্ষ কর্তৃক গৃহীত হলে তাকে সম্মেলনে বক্তা হিসেবে আমন্ত্রন জানান আয়োজকরা।

এর আগে গত বছরের মার্চে  প্রণবকান্তি আমেরিকার শিকাগোতে অনুষ্ঠিত "টিসল কনভেনশন " এও যোগ দিয়ে নিজের গবেষণাকর্ম উপস্থাপন করেছেন। এছাড়াও ভারত, নেপালসহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি সেমিনার, সিম্পোজিয়ামে অংশ নিয়েছেন। প্রণব বলেন, "শিক্ষকতা এমনই এক পেশা যেখানে নিজে না শিখলে শিক্ষার্থীদের শেখানো যায় না। তিনি বলেন, সেমিনার, সিম্পোজিয়ামে গেলে নিজেকে আবিষ্কার করা যায়। জ্ঞানের আনন্দে অবগাহনের চেয়ে আর আনন্দের কি হতে পারে"। 

শিক্ষকতার পাশাপাশি প্রণব সিলেটের সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনেও কাজ করছেন দীর্ঘদিন যাবত। ইতোমধ্যে তার ৮ টি প্রন্থ প্রকাশিত হয়েছে। তারই প্রতিষ্ঠিত সংগঠন "ইনোভেটর" এর উদ্যোগে আয়োজিত বইপড়া উৎসব ইতোমধ্যে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। প্রণবকান্তি দেব গত বছর আমেরিকান  সরকারের সবচেয়ে গুরুত্ব¡পুর্ন পেশাগত দক্ষতা বিনিময় প্রোগ্রাম 'আইভিএলপি' তে মনোনীত  হয়ে আমেরিকা ভ্রমণ করেন।