Published 5 years ago
এসআইইউতে বিবিএ ৩০তম ব্যাচের ক্ষুদ্র ব্যবসা প্রদর্শনী শুরু
সিলেট :: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপি (ক্ষুদ্র ব্যবসা প্রদর্শন) Small Business Exhibition শুরু হয়েছে।
রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিবিএ ৩০তম ব্যাচের জন্য আয়োজিত এই ক্ষুদ্র ব্যবসা প্রদর্শনী উদ্বোধন করেন- এসআইইউর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো: মনির উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের, প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ, অর্থ পরিচালক সুশান্ত আচার্য, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ক্ষুদ্র ব্যবসা প্রদর্শন প্রোগ্রামের আহবায়ক ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শাহিদা খানম সহ অত্র বিভাগের সকল শিক্ষক/ শিক্ষিকা বৃন্দ।
বিবিএ ৩০তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ৬টি স্টলে বিভিন্ন রকমারী দ্রব্যাদি নিয়ে প্রদর্শনী আগামী ২৪ ডিসেম্বর (সোমবার) বিকাল ৬টা পর্যন্ত চলবে। বইপত্র, পোশাক খাবার সামগ্রী সহ বিভিন্ন রকমের পন্যের সমারোহে বিভিন্ন স্টল সাজিয়েছেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য যে, শিক্ষার্থীদেরকে বাস্তবিক ব্যবসায় জ্ঞানের সাথে পরিচয় করিয়ে দেবার প্রয়াসে ও তাদের ভিতরের সুপ্ত উদ্যোক্তা মনকে জাগ্রত করতে প্রতি সেশনের বিবিএ প্রোগ্রামের ৩য় বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থীদেরকে নিয়ে ব্যবসায় প্রশাসন বিভাগ এই ধরনের প্রদশর্নী আয়োজন করে থাকে।