logo

এসআইইউ’তে ৮১-তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

Published    1 year ago

Image

অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২২ইং তারিখ রোজ শনিবার বেলা ১১:০০ ঘটিকায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিন্ডিকেটের ৮১-তম সভা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় একাডেমিক কাউন্সিলের ৪৩-তম সভার শিক্ষা পরিষদ এ গৃহিত সুপারিশমালা, বিভিন্ন বিভাগের প্রোগ্রাম সমূহ, শিক্ষক, কর্মকর্তা নিয়োগ সহ কম্পিউটার ল্যাব আধুনিকীকরনের ইত্যাদি উত্থাপন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও সিন্ডিকেট সভাপতি প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, উপাচার্য মহোদয় কর্তৃক মনোনীত সদস্য প্রফেসর মোঃ রাশেদ তালুকদার, গণিত বিভাগ, শা.বি.প্র.বি, সিলেট, জনাব মাহমুদুল হাসান খান, সহযোগী অধ্যাপক ও ডীন, আইন অনুষদ, জনাব এক্রামুল ফারুক, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসিই বিভাগ, সরকার কর্তৃক মনোনীত সদস্য জুমের মাধ্যমে সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন ড. মোঃ জাকির হোসেন আকন্দ, যুগ্মসচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সচিবালয়, ঢাকা, বোর্ড অব ট্রাস্টিজ কর্তৃক মনোনীত সদস্য জনাব রাজিব আহমেদ, চেয়ারপার্সন, এসআইইউ, জুমের মাধ্যমে সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন জনাব শামীম আহমেদ, এসআইইউ, বিশ্ববিদ্যালয় মজ্ঞুরী কমিশন মনোনীত সদস্য প্রফেসর মোঃ জহিরুল ইসলাম, পিএইচডি, কম্পিউচার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, শা.বি.প্র.বি, সিলেট সহ সদস্য সচিব জনাব নূসরাত মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, এসআইইউ।

দুপুর ২:৩০ ঘটিকায় ভাইস-চ্যান্সেলর মহোদয় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সিন্ডিকেট সভার সমাপ্ত ঘোষণা করেন।