logo

এস.আই.ইউ’তে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

Published    1 year ago

Image

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বেলা ১১ টায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ৪৩ তম সভা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। 

সভায় বিগত ফল/স্প্রিং সেশনের স্নাতক ও স্নাতকোত্তর সকল পরীক্ষার ফলাফল, স্প্রিং-২০২২ সেশনের জন্য বিভিন্ন বিভাগের পরীক্ষা কমিটি সমূহ, নির্ধারিত সিলেবাস, কোর্স ডিস্ট্রিবিউশন, বিভিন্ন একাডেমি সার্টিফিকেট ফি সহ বিভিন্ন একাডেমিক গুরুত্বপূর্ণ বিষয়ের অনুমোদনের জন্য উপস্থাপিত হয় এবং সিন্ডিকেটে উত্থাপনের জন্য অনুমোদিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও একাডেমিক কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মো. শহীদ উল্লাহ তালুকদার এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ডক্টর মো. আবুল ফতেহ, ডিন, মানবিক অনুষদ, মো. মাহমুদুল হাসান খান, ডিন, আইন অনুষদ, নঈমা মাসউদ নীলা, বিভাগীয় প্রধান, ব্যবসায় অনুষদ, এক্রামুল ফারুক, বিভাগীয় প্রধান, ই.সি.ই বিভাগ, মো. হুমায়ুন কবির, প্রক্টর ও বিভাগীয় প্রধান, আইন বিভাগ, স্বাতী রানী দেবনাথ, বিভাগীয় প্রধান, ইংরেজী বিভাগ, এম.এ.জি. আসিফ, বিভাগীয় প্রধান, সি.এস.ই বিভাগ, প্রফেসর ড. মো. আব্দুল গণি, সমাজ বিজ্ঞান বিভাগ, শা.বি.প্র.বি, প্রফেসর মো. রাশেদ তালুকদার, পিএইচডি, গণিত বিভাগ, শা.বি.প্র.বি, মোহসীন হোসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক, মো. মোস্তফা কামাল, লাইব্রেরিয়ান এবং একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়েল রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) নূসরাত মাহমুদ চৌধুরী।