logo

এস.আই.ইউ.তে ‘সাইবার সিকিউরিটি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Published    2 years ago

Image

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দিনব্যাপি ‘সাইবার সিকিউরিটি- ২০২২’র শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১০ টায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়।

সিএসই বিভাগের বিভাগীয় প্রধান এম.এ.জি আফিস এর সভাপতিত্বে ও ওমর ফারুক জাহাঙ্গীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় চেয়ারপার্সন বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধিই সাইবার অপরাধের মতো ঘটনা কমাতে পারে। এছাড়া ও সামাজিক যোগযোগ মাধ্যমে কোন কিছু লেখা ও ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যাচাই করে নেওয়ার প্রতি গুরুত্ব দেন তিনি।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, সিলেট এর বিভিন্ন পাবলিক ও প্রাইভেট পলিটেকনিক্যাল ইন্সস্টিটিউটের শিক্ষর্থী বৃন্দ।